শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিক্ষা বিভাগের ঠিকাদার শফিকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঠিকাদার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে যুবলীগ নেতা শফিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে। শফিকুল ইসলাম কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। দুদকের অনুসন্ধানে শফিকুল ইসলামের সর্বশেষ ২০১৮-২০১৯ করবর্ষ পর্যন্ত আয়কর নথিসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায় তিনি বিভিন্ন অবৈধ ব্যবসা এবং কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ১৪ কোটি ৪১ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং নিজ দখলে রেখেছেন। তার আয়ের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক। এজাহারে বলা হয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য এবং বিভিন্ন গোপন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে শফিকুল ইসলাম অবৈধ উপায়ে বিভিন্ন নামে-বেনামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অর্থসম্পদ অর্জন করেছেন। ওই সম্পদসংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ বলে তদন্তের সময় বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতায় তথ্য সংগ্রহ করা হবে। সঠিক তথ্যপ্রমাণ সাপেক্ষে তার অর্জিত সম্পদের পরিমাণ অনেক বাড়বে। শফিকুল ইসলাম নিজ নামে বা স্ত্রী-সন্তান কিংবা অন্য কারও নামে আরও সম্পদ অর্জন করেছেন কি না, সে বিষয়েও তদন্তের সময় যাচাই করা হবে।

সর্বশেষ খবর