রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান ভোটাররা

আকতারুজ্জামান

সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান ভোটাররা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬ নম্বর ওয়ার্ড গঠিত মালিবাগ বাগানবাড়ি, হাজীপাড়ার আংশিক, চৌধুরীপাড়া আংশিক, মীরবাগ, মধুবাগ, গ্রিনওয়ে, চেয়ারম্যান গলি, সোনালীবাগ, পীর পাগলার গলি, পূর্ব নয়াটোলা ও হাতিরঝিল (আংশিক) নিয়ে। ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে তৈরি হচ্ছেন প্রার্থীরা। ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, প্রার্থীদের কাছে কথার ফুলঝুরি নয় বরং সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান তারা। এ ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে বর্তমান কাউন্সিলর তৈমুর রেজা খোকন, আওয়ামী লীগের ৩৬ নম্বর ওয়ার্ড সভাপতি সামসুদ্দিন সামসু নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হবেন বলে জানা গেছে। এ ছাড়া বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন সাবেক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সাজেদা আলী হেলেন। নয়াটোলা এলাকার স্থায়ী বাসিন্দা মো. ইলিয়াছ বলেন, এ ওয়ার্ডে মাদকের ভয়াবহতা কিছুটা কমলেও বন্ধ হয়নি। এ ছাড়া এ ওয়ার্ড হাতিরঝিল লাগোয়া হওয়ায় মশার উৎপাত অনেক বেশি। সে হিসেবে মশক নিধন কর্মসূচি আরও বাড়ানো উচিত। এ ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়িতে সমন্বয়হীনতা               ভোগান্তি বাড়ায় ওয়ার্ডবাসীর। এসব সমস্যা সমাধানে কাউন্সিলরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মধুবাগ হাতিরঝিল এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ঝিলের কাছে হওয়ায় এ ওয়ার্ডে মাদক সহজলভ্য। সন্ধ্যা গড়িয়ে রাত হলেই হাতিরঝিলের বিভিন্ন স্থানে মাদকের আড্ডা বসে। আর ছিঁচকে চোর, বখাটের উৎপাতও রয়েছে এখানে। রাত হলে হাতিরঝিলের ব্রিজগুলোতে বাইকাররাও সাইরেন বাজিয়ে আতঙ্কের সৃষ্টি করে। ওয়াসার পানিতে রয়েছে শ্যাওলার গন্ধ, পানযোগ্য নয়। বেশির ভাগ ক্ষেত্রে সকালে গ্যাসের চাপ কম থাকে, এ সময় ভোগান্তিতে পড়েন গৃহিণীরা। এ ছাড়া বৃষ্টি হলে ওয়ার্ডের রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমান কাউন্সিলর তৈমুর রেজা খোকন বলেন, নাগরিক সমস্যা সমাধানে নানা কর্মকা- সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন রাস্তা নির্মাণে টেন্ডার হয়েছে, শিগগিরই এসব কাজ শুরু হবে। মধুবাগ বাজার ও পার্ক উন্নয়ন কাজও শুরু হবে দ্রুততম সময়ে। সরকার চাইলে ফের কাউন্সিলর নির্বাচনে অংশ নেবেন জানিয়ে তৈমুর রেজা বলেন, পুনরায় নির্বাচিত হয়ে ওয়ার্ডের বাসিন্দাদের স্বার্থের দিকে গুরুত্ব দিতে চাই। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন সামসু বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাদকের সমস্যা প্রকট এখানে। সব মিলে নির্বাচিত হয়ে নাগরিক সব সমস্যা সমাধান করতে চাই। ওয়ার্ডের বাসিন্দাদের পাশে দাঁড়াতে চাই। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাজেদা আলী হেলেন জানান, দল এ নির্বাচনে অংশ নিলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। তিনি বলেন, ওয়ার্ডের বাসিন্দাদের আমার জন্য সমর্থন রয়েছে। কারণ, সরকার দলীয় স্থানীয় নেতা-কর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাে  এলাকাবাসী অতিষ্ঠ। মাদক পাওয়া যায় হাতের নাগালেই। সব মিলে নাগরিকদের নাভিশ্বাস শুরু হয়েছে। নির্বাচিত হয়ে নাগরিক সমস্যা সমাধান করে বাসিন্দাদের মুক্তি দিতে চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর