রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ফের আন্দোলনে

কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ভুখা মিছিল, ধর্মঘট-বিক্ষোভ ও আমরণ অনশনের টানা কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল সকালে মিল গেটে শ্রমিক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।  কর্মসূচির মধ্যে রয়েছেÑ আগামী ২৫ নভেম্বর রাজপথে ভুখা মিছিল, ২৭ নভেম্বর প্রতীকী অনশন, ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট, ৮ নভেম্বর গেটসভা ও ১০ নভেম্বর সকাল থেকে মিল গেটে আমরণ অনশন। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের যুগ্মসম্পাদক ও পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে কর্মরত স্থায়ী শ্রমিক রয়েছেন ১৩ হাজার ১৭০ জন এবং বদলি শ্রমিক সংখ্যা ১৭ হাজার ৪১৩ জন। এসব                 শ্রমিকদের ৯ থেকে ১১ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনা ৬৫-৭০ কোটি টাকা। শ্রমিকরা জানান, গত মে মাসে পাটকলে শ্রমিকদের লাগাতার আন্দোলনে পাট মন্ত্রণালয় ও বিজেএমসি দ্রুততম সময়ের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি পূরণের আশ্বাস দেয়। কিন্তু ওই দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। তবে এবার রাজপথ-রেলপথ অবরোধের বদলে মিল গেটে কঠোর কর্মসূচি রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর