রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে ৭ কেজি সোনা জব্দ, বিমানকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭ কেজি ১৯০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস; যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় একজন বিমানকর্মীকে আটক করা হয়েছে। একই সঙ্গে সোনা বহন করা বিমানটিও জব্দ করা হয়েছে।

গতকাল বিকাল ৩টায় আমদানি কার্গো কমপ্লেক্সে একটি বিমান থেকে ২ কেজি ৫৫০ গ্রাম সোনা জব্দ করা হয়। এ সময় একজন বিমানকর্মীকে আটক ও বহনকারী বিমানটিও জব্দ করা হয়। এর আগে গতকাল ভোর ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিট থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউসসূত্র জানান, গোপন তথ্যে চোরাচালান প্রতিরোধে তাদের একটি টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। বিকাল ৩টায় আমদানি কার্গো কমপ্লেক্স-সংলগ্ন রানওয়ে এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মেহেদি হাসানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে আনা হয়। সেখানে তার শরীর তল্লাশি করা হলে কোমরে লুকানো কালো স্কচটেপে মোড়া দুই বান্ডিলে ২২টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার মোট ওজন ২ কেজি ৫৫০ গ্রাম। আর সকাল ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের ১৫-এফ নম্বর সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৪০টি সোনার বার জব্দ করা হয়। দুই অভিযানে মোট ৭ কেজি ১৯০ গ্রাম সোনা জব্দ করা হয়। সোনা বহনকারী বিমান আটক ও সোনা বহনকারী বিমানকর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর