রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

টিসিবির পিয়াজে প্রভাব পড়েনি বাজারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাজার নিয়ন্ত্রণে রাখতে খুলনায় খোলা ট্রাকে করে পিয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মহানগরীর ৫টি পয়েন্টে একই সঙ্গে ৪৫ টাকা কেজি দরে এই পিয়াজ বিক্রি হচ্ছে। তবে ১১৫ টাকা কম দরে টিসিবির এই পিয়াজ প্রভাব ফেলেনি কাঁচাবাজারে। গতকালও খুলনায় খুচরা বাজারে পিয়াজ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে।

জানা যায়, চলতি সপ্তাহের প্রথম দিকে পাইকারি বাজারে ২২০ টাকা ও খুচরা বাজারে ২৭০-২৮০ টাকা দরে পিয়াজ বিক্রি হয়। তবে নতুন পিয়াজের আমদানি শুরু হলে খুচরা বাজারে পিয়াজ ১৬০-১৭০ টাকা দরে বিক্রি শুরু হয়। এরপর ২১ নভেম্বর থেকে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি করছে টিসিবি। প্রতিদিন ৫টি ট্রাকে করে তারা পিয়াজ বিক্রি করছে। কিন্তু চাহিদার তুলনায় তা কম হওয়ায় খুচরা বাজারে প্রভাব পড়েনি।  টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, বাজার দর থেকে প্রায় ১১৫ টাকা কমে পিয়াজ বিক্রির খবরে দীর্ঘ লাইন পড়ে ট্রাকের সামনে। প্রখর রোদের মাঝে ঘণ্টার পর ঘণ্টা ব্যাগ হাতে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে অপেক্ষায় থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে পিয়াজ বিক্রি করা হচ্ছে।  জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, চলতি সপ্তাহে বাজারে পুরোদমে নতুন পিয়াজের আমদানি হবে। নতুন পিয়াজ এলে দাম নিয়ন্ত্রণে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর