রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

র‌্যাগিংয়ের নামে রাতভর নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রাবাসে এক ছাত্রকে আটকে রেখে র‌্যাগিংয়ের নামে রাতভর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় ডিপ্লোমা কোর্সের ১ম বর্ষের ভুক্তভোগী ছাত্র আসিফের (১৭) বাবা মাসুম বিল্লাহ গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্র আসিফ জানান, তিনি বন্দরের মেরিন টেকনোলজিতে ১ম বর্ষের ছাত্র।  মেরিনে বড় ভাই খ্যাত ২য় ও ৩য় বর্ষের ছাত্ররা ১ম বর্ষের ছাত্রদের দিয়ে র‌্যাগিংয়ের নামে শারীরিক কসরত, কাপড় ধোয়ানোসহ অনেক কাজ করায়। এ ঘটনায় আসিফ পিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করলে গত বৃহস্পতিবার রাতে বড় ভাই খ্যাত রিয়াজুল, গোলাম আজম, আলিফসহ অনেকে তাকে ধরে নিয়ে ছাত্রাবাসের পুরনো ভবনে আটকে রাখে। তারা রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত তার ওপর পৈশাচিক নির্যাতন চালায়। নির্যাতনের বর্বরতার বর্ণনা করতে গিয়ে তিনি জানান, কথিত বড় ভাইরা তাকে বাথরুমের পানি পান করানোসহ ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে। জানা গেছে, বিষয়টি জানতে পেরে বন্দর থানার এএসআই শামীম ঘটনাস্থল থেকে আসিফকে উদ্ধার করে শুক্রবার  ভোরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এরপর গতকাল আসিফের বাবা খুলনা থেকে এসে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ব্যাপারে মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শরীফা সুলতানা বলেন, ‘খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে গিয়ে ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এ ঘটনায় সিনিয়র পরিদর্শক তাকিউদ্দিন সানিকে প্রধান করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর