রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্লাস-পরীক্ষা চালুর দাবি জাবি শিক্ষক শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের অপসারণ ও আন্দোলনরতদের ওপর হামলাকারীদের বিচার  এবং ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ নামের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান তারা। সমাবেশে জাবির অর্থনীতি বিভাগের শিক্ষক ড. আনু মুহাম্মদ বলেন, বর্তমানে সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের যদি বিন্দুমাত্র সত্যতাও থাকত তাহলে তারা আন্দোলনকারীদের অভিনন্দন জানাত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিত। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি, সুস্পষ্ট প্রমাণ হাজির করার পরও আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, উপাচার্য ফারজানা ইসলাম পদত্যাগ করলে সরকার আন্দোলনকারীদের কাছে ছোট হয়ে  যাবে। তাই সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না।জাহাঙ্গীরনগরের আন্দোলন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক আন্দোলনে পরিণত হয়েছে মন্তব্য করে ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, অবিলম্বে এই দাবি মেনে না নিলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর