সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হারানো ভাবমূর্তি ফেরাতে কাজ করবে যুবলীগ : পরশ

নিজস্ব প্রতিবেদক

হারানো ভাবমূর্তি ফেরাতে কাজ করবে যুবলীগ : পরশ

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি। চলমান শুদ্ধি অভিযানে নতুন কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যুবলীগের কেউ মাদকের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সঙ্গে সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ অসংখ্য নেতা-কর্মী শ্রদ্ধা নিবেদন করেন। ধানমন্ডি থেকে যুবলীগের নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক যান বনানী কবরস্থানে। সেখানে ১৯৭১ সালের ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

রাতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যুবলীগের ভাবমূর্তি পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে রাজনীতি করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর