সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বরিশালে গণপূর্তের সাড়ে ৯ একর জমি অবৈধ দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গণপূর্তের সাড়ে ৯ একর জমি অবৈধ দখলমুক্ত

বরিশালের তালতলী এলাকায় গণপূর্ত অধিদফতরের মালিকানাধীন দখলকৃত জমিতে গতকাল উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন -বাংলাদেশ প্রতিদিন

বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায় গণপূর্ত বিভাগের প্রায় সাড়ে ৯ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জমিতে থাকা ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া অবকাঠামোর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি এবং মুক্তিযোদ্ধা সংসদের পৃথক ৩টি কার্যালয় ছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে গতকাল তালতলী বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এর আগে বৃহস্পতিবার ওই এলাকায় মাইকিং করে অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় প্রশাসন।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিবার গুদা জানান, দখলকৃত জমিতে মোট ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা ছিল। তার মধ্যে ৭৫টি ছিল ব্যবসা প্রতিষ্ঠান। ১৩টিতে ছিল আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় এবং বসতঘর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর