সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বেড়েছে নতুন করদাতা

মেলায় ৫৭ কোটি টাকার রেকর্ড কর আদায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৮-১৯ অর্থবছরে খুলনা কর অঞ্চলে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা আগের বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। চলতি ২০১৯-২০ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ২ হাজার ৮৪০ কোটি টাকা। এর বিপরীতে প্রথম পাঁচমাসে ৬২৯ কোটি টাকা ও ১৪-২০ নভেম্বর অনুষ্ঠিত করমেলায় আরও ৫৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি। জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আয়োজিত এবারের কর মেলায় নতুন করদাতা নিবন্ধিত হয়েছে ২ হাজার ৪০৭ জন। আয়কর রিটার্ন দাখিল করেছেন ৫২ হাজার ২২৬ জন। মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৯৭ হাজার ৫৬৫ জন। গত বছর মেলা থেকে রাজস্ব আদায় হয়েছিলো ৪২ কোটি ৮ লাখ টাকা। নতুন করদাতা নিবন্ধিত হন  ১ হাজার ৪৫৩ জন। রিটার্ন দাখিল করেছিলেন ৪৩ হাজার ৪৮৩ জন। সেবা নিয়েছিলেন ৭৭ হাজার ২৭ জন। এবছর রাজস্ব আদায় বেশি হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ টাকা। করদাতা বেশি নিবন্ধিত হয়েছেন ৯৫৪ জন। রিটার্ন দাখিল বেড়েছে            ৮ হাজার ৭৪৩টি। মেলায় সেবা গ্রহিতা বেড়েছে ২০ হাজার ৫৩৮ জন। খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, গত বছরের তুলনায় মেলায় করদাতাদের অংশগ্রহণ যেমন বেড়েছে তেমনি খুলনার মানুষের মধ্যে আয়কর দেওয়ার প্রবণতাও বেড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর