সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাপা আগামী দিনের বিকল্প শক্তি

-জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক ঐক্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করবে। দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে। জাতীয় পার্টি আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি। গতকাল বনানী অফিসে জামালপুর জেলার জেপি ও বিজেপি থেকে ২০ জন আইনজীবী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি। যারা বিগত দিনে জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারও পার্টিতে ফিরে আসছে।

আমরা গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে মানুষের আস্থা অর্জন করব।

এ সময় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. সিদ্দিকুর রহমান, ব্যারিস্টার ড. শামছুদ্দিন, ব্যারিস্টার শামসুল আলম, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার ইকবাল করিম, ব্যারিস্টার রেজাউল করিম, ব্যারিস্টার আহসান উল্লাহ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট মানিক, অ্যাডভোকেট এম এ কুদ্দুস, অ্যাডভোকেট মহাসিনা বেগম, অ্যাডভোকেট শাহনাজ চৌধুরী, অ্যাডভোকেট তানজিত রং, অ্যাডভোকেট প্রশেনজিৎ দত্ত, আলহাজ জাকির হোসেন জয়, মোহাম্মদ শাহজাদা চৌধুরী, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক (বিজেপি), মো. বাবুল মিয়া, মো. আবদুর রহিম, মো. জহুরুল ইসলাম, মো. আবদুল হাকিম, মো. আবদুল বাকের সিদ্দিকী, মো. নাজমুল হোসেন, মো. মুরাদ হোসেন, মো. আবদুর রহমান, মো. এম এ জলিল, মো. মিজনু মিয়া, মো. ইমদাদ হোসেন, আশরাদুল রাহাত (আহ্বায়ক-বিজেপি), লিয়াকত আলী, আমেনা বেগম (আহ্বায়ক-বিজেপি মহিলা পার্টি),  মোছা. বৈশাখী আখতার (যুগ্ম-আহ্বায়ক-বিজেপি)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর