সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে পুলিশ পাহারায় টিসিবির পিয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে পুলিশ পাহারায় খোলাবাজারে পিয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সকাল থেকে মহানগরীর পাঁচটি পয়েন্টে নির্ধারিত ডিলারের মাধ্যমে খোলা বাজারে পিয়াজ বিক্রি শুরু হয়। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পিয়াজ কিনছেন ভোক্তারা। এর আগে শনিবার সকাল থেকে রাজশাহীর খোলা বাজারে টিসিবির পিয়াজ বিক্রির কথা ছিল। তবে সময়মতো পিয়াজ রাজশাহীতে না পৌঁছানোয় গতকাল থেকে বিক্রি কার্যক্রম শুরু হলো। টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, বাজার থেকে একজন প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পিয়াজ কিনতে পারবেন। কেজিপ্রতি খরচ পড়বে ৪৫ টাকা। যা বর্তমান বাজারের চাইতে প্রায় ১০০ টাকা কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর