সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বটতলার ‘আচার্য প্রফুল্লচন্দ্র’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

বটতলার ‘আচার্য প্রফুল্লচন্দ্র’ মঞ্চস্থ

মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে নাটকের দল বটতলা আয়োজিত এগারো দিনব্যাপী নাট্য উৎসব। গতকাল ছিল এই উৎসবের নবম দিন। এদিন সন্ধ্যায় জাদুঘরের মিলনায়তনে মঞ্চায়ন হয় পশ্চিমবঙ্গের সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটক ‘আচার্য প্রফুল্লচন্দ্র’। আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং দেশপ্রেমিক। ছাত্রাবস্থায় খোদ বিলেতে বসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিপক্ষে প্রবন্ধ লিখতে ভয় পাননি তিনি। তিনি বিজ্ঞানের মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন আর প্রতিষ্ঠা করেন ‘বেঙ্গল কেমিক্যাল’-এর মতো প্রতিষ্ঠানের। যখন সংস্থার টার্নওভার তখনকার দিনে এক কোটি টাকার ওপর, সে সময় তিনি ছেড়ে দেন ম্যানেজিং ডিরেক্টরের পদ। হিমালয়ের মতো উঁচু, ইস্পাতের মতো কঠিন হৃদয়, সৎ ও অসাধারণ আচার্য প্রফুল্লচন্দ্রের জীবন কাহিনির ওপর ভিত্তি করেই রচিত হয়েছে নাটকটির কাহিনি।মলয় মিত্র রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শুভব্রত দত্ত রায়, অধীর কুমার ব্যানার্জি, শশাঙ্ক চক্রবর্তী, অমিত মল্লিক, সুশান্ত রায়, নবকুমার সাহা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর