মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বদলে যাচ্ছে বরিশাল নগরী

১৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বদলে যাচ্ছে বরিশাল নগরী

জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচির আওতায় বরিশালে ১৩০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর একটি হোটেল অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। প্রকল্পের পরিচালক বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম জানান, জার্মানির সহযোগিতায় এই প্রকল্পের আওতায় বন্যার পানি থেকে রক্ষায় নগরীর পলাশপুর, রসুলপুর ও কলাপট্টি বস্তির ২০৬টি ঘর উঁচুকরণ, কলাপট্টি বস্তির ৬০২ মিটার ড্রেনেজ উন্নয়ন ও  দুই ইউনিট করে ২০টি টয়লেট নির্মাণ, আটটি বস্তিতে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, ৩.৪৮ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২২.৭০ কিলোমিটার ড্রেন পুনর্নির্মাণ, নগরীর সাগরদী খালের ২.৫০ কিলোমিটার পুনঃখনন ও খালের দুপাড়ে ওয়াকওয়ে নির্মাণ এবং নগরীর বিভিন্ন এলাকায় ৭.১০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর