মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
কক্সবাজারে বিজিবির সভা

ইয়াবা বন্ধে কারবারিদের বয়কট করতে হবে

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থান নাফ নদ ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় রোহিঙ্গাদের ইয়াবা ও অন্যান্য মাদকে সম্পৃক্ততা বাড়ছে। তবে মাদক পাচারে শুধু রোহিঙ্গাদের ওপর দায় চাপিয়ে দিলে হবে না। প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের কারা এসব কাজে সহযোগিতা দিচ্ছে তাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, ইয়াবা বন্ধ করতে হলে সামাজিকভাবে ইয়াবা কারবারিদের বয়কট করতে হবে। গতকাল টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন টেকনাফের উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর