মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

২৮ দেশের ব্যবসায়ীদের নিয়ে ঢাকায় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলন আজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এতে সিএসিসিআইয়ের সদস্যভুক্ত ২৮টি  দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শেখ ফজলে ফাহিম বলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ আয়োজনে ২৬ ও ২৭ নভেম্বর  হোটেল্রসানারগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আগামী বছরের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। এরমধ্যে ডি এইট সম্মেলন, হালাল ফুড সম্মেলন ও কমনওয়েলথ ব্যবসায়ী সম্মেলন রয়েছে। যেখানে ১০৫টি দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন।

 এসব আয়োজনে বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়বে। একই সঙ্গে বিপুল পরিমাণে ক্রয় আদেশ পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে সিএসিসিআই সভাপতি সামির মোদি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর