মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

২৮ বছরের ছাত্র সংসদ ফি ফেরত চায় ডাকসু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গত ২৮ বছর ধরে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ছাত্র সংসদ ফির টাকা ফেরত চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু। ২০ নভেম্বর অনুষ্ঠিত ডাকসুর সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হয়েছে বলে গতকাল ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয় ‘ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সমুদয় অর্থ ডাকসু ফান্ডে জমা করতে হবে।’ বিজ্ঞপ্তিতে ডাকসুর পক্ষ থেকে বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে,  প্রতিটি হলে ‘বাঙ্ক বেড’ স্থাপন করা, ক্যাম্পাসের ভাস্কর্যগুলো সংস্কার ও নামফলক বসানো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সব ধরনের ফি মওকুফ অন্যতম। এ ছাড়া ডাকসু কর্মকর্তারা জানুয়ারিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ আয়োজনে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর