বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রেলে পাথর দিয়ে শত কোটি টাকা লোপাট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পশ্চিমাঞ্চল রেলওয়ের রেললাইনে পাথর সরবরাহ ও স্টেশন পরিষ্কারের নামে অর্থ নয়ছয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৭ সালে বিভিন্ন স্থানে রেললাইনে সামান্য কিছু পাথর ফেলে এবং এক বছর ধরে ভিম ও ব্লিচিং পাউডার না কিনেই গোপনে দরপত্র ডেকে কয়েকশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এর বাইরে আরও কয়েকটি বিষয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ইতিমধ্যে সংস্থাটি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে। এখন সেগুলো নিয়ে চলছে অনুসন্ধান।

রেলওয়ে সূত্র মতে, পশ্চিমাঞ্চল রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী দায়িত্বে থাকাকালীন ২০১৭ সালে রেললাইনে পাথর সরবরাহের নামে কয়েকশ কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে। রেলের গতি বাড়ানোর জন্য তখন প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এরপর এই অঞ্চলের বিভিন্ন লাইনে ১০-৩০ কিলোমিটার হারে গতিও বাড়ানো হয়। কিন্তু বছর না যেতেই একের পর এক রেল দুর্ঘটনা ঘটে।

এই অবস্থায় রেল কর্তৃপক্ষ গতি আগের অবস্থানে ফিরিয়ে আনতে বাধ্য হয়। তখনই রেললাইন সংস্কারের নামে অর্থ লোপাটের অভিযোগ ওঠে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর