বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক

সব গণমাধ্যমে নারীবান্ধব সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ও যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন এবং আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মস্থলে নারীর নিরাপত্তার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে নারী সহকর্মীদের যৌন হেনস্তা করায় মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক শহিদুল আলম ইমরানের শাস্তির দাবি করা হয়। কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রের সদস্য শাহনাজ শারমিন, শাহনাজ সিদ্দিকী, শরীফা বুলবুল, শাহনাজ পারভিন, নাইমা মৌ, রুমানা জামান ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আর্টিকেল ১৯-এর প্রতিনিধি। এ ছাড়া ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী মোহনা টিভির স্টাফ রিপোর্টার ফারহানা হক নীলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর