বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেয়র হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

মেয়র হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও স্নেহভাজন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মোহাম্মদ হানিফের সংগ্রামী জীবন ও কর্ম নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর তিনি মারা যান।

মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একমাত্র পুত্র ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে রয়েছে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও স্মরণসভা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ সকাল সাড়ে ১১টায় নগর ভবনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর