বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি

আলী আজম

প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও প্রচারণা শুরু করে দিয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চার ও বিএনপির তিন জন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ করছেন। উত্তরার ১ থেকে ১০ নম্বর সেক্টর, আবদুল্লাহপুর দলিপাড়ার অংশ ও আহালিয়ার অংশ নিয়ে গঠিত ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড। উত্তরা পূর্ব ও পশ্চিম থানা, তুরাগ ও বিমানবন্দর থানার বুক চিরে এ ওয়ার্ডের অবস্থান। ৫ লাখ লোকের এ ওয়ার্ডে ভোটার ৭০ হাজার। উত্তরার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এ ওয়ার্ডে বেশির ভাগ সরকারি দফতর ও বিপণিবিতানের অবস্থান। ডিএনসিসির বর্তমান মেয়র মো. আতিকুল ইসলামের আবাসও এখানে। আয়তন ও লোকসংখ্যার বিচারে সবচেয়ে বড় এ ওয়ার্ডের প্রতিটি রাস্তায় এলইডি লাইট। দিনের মতোই মানুষ নির্বিঘেœ রাতে চলাচল করছে। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন। উত্তরা লেকের অনেকাংশ পরিষ্কার ও সংস্কার করা হয়েছে। ফলে লেকের পানি অনেকটা স্বচ্ছ। তবে প্রতিটি সেক্টরের রাস্তায় হকারদের দোকানের ফলে মানুষের স্বাভাবিক চলাফেরা বিঘœ হচ্ছে। যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে উত্তরাবাসীর। সেক্টর-৩-এ রয়েছে দীর্ঘদিনের পানি সমস্যা। ১ নম্বর ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. আফছার উদ্দিন খান, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম পাভেল, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি উত্তরা পূর্ব ও পশ্চিম থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুতুব উদ্দিন আহমেদ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আগামী নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।

এদিকে বিএনপির উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক আফাজ উদ্দিন আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠু ও উত্তরা পূর্ব থানার যুগ্মসাধারণ সম্পাদক এস আই টুটুল দল থেকে মনোনয়ন পেলে এ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা বলছেন, তারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া ও জয়ের ব্যাপারে আশাবাদী।

তারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারলে এ ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।

ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান বলেন, ‘২০১৫ সালের ২৮ এপ্রিল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পেয়েছি। অলিগলিতে পিচঢালা রাস্তাসহ এভিনিউর রাস্তাগুলো ১০০ ফিটে উন্নীত করেছি। প্রতিশ্রুত কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি ২০ শতাংশ শেষ করার চেষ্টা চলছে। ওয়ার্ডের উন্নয়নে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩০০ কোটি ও ডিএনসিসি থেকে ৬০-৭০ কোটি টাকা ব্যয় হয়েছে। ওয়ার্ডে পানি, গ্যাস ও বিদ্যুতের সমস্যা নেই। কয়েকটি সেক্টরকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। যানজট নিরসন ও হকারমুক্ত করার চেষ্টা চলছে। মাদক, চাঁদাবাজি ও ইভ টিজিং বন্ধে আমি তৎপর।’ তিনি বলেন, ‘এলাকাবাসীর যে কোনো কাজে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দল এবারও আমাকে মনোনয়ন দেবে বলে আশা করি।’

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি। এলাকার মানুষের জন্য কাজ করি। নেতা-কর্মীরাও আমার সঙ্গে আছেন। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

বিএনপির সম্ভাব্য প্রার্থী এস আই টুটুল বলেন, ‘দল আমাকে প্রস্তুতি নিতে বলেছে, গণসংযোগ করতে বলেছে। আমি মাঠে নেমেছি। দলের নির্দেশ মেনে কাজ করছি। মানুষের কাছে গিয়ে বুঝেছি তারা আমাকে গ্রহণ করেছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর