বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভোক্তা স্বার্থরক্ষায় স্বতন্ত্র মন্ত্রণালয় দাবি ক্যাবের

নিজস্ব প্রতিবেদক

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থরক্ষায় স্বতন্ত্র মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ গঠনের দাবি জানিয়েছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে ক্যাব পিয়াজের মূল্য বৃদ্ধির জন্য কিছু অসাধু ব্যবসায়ীকে দায়ী করেছে। বলেছে, পিয়াজের সরবরাহ সংকটকে পুঁজি করে অতি মুনাফালোভী ব্যবসায়ী গোষ্ঠী-আমদানিকারক এবং খুচরা ব্যবসায়ী সিন্ডিকেট পিয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মূল্য নিয়ন্ত্রণের সরকারের গৃহীত ব্যবস্থা সরবরাহ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হয়নি। দামও কমেনি। তাই আলাদা বা পৃথক মন্ত্রণালয় প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাবের  ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন, ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর