শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

একাদশ সমাবর্তনের জন্য প্রস্তুত রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, এবারের সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩ হাজার ৪৩২ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছে। এছাড়াও এমবিবিএস ও বিডিএস ডিগ্রির জন্য যথাক্রমে ৫১১ ও ১২৩ জন নিবন্ধিত হয়েছে। এদিকে সমাবর্তনকে ঘিরে নতুন সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর