শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
সাংবাদিকদের প্রতি শামীম ওসমান

সব সত্য তুলে ধরুন আমি যদি কোনো অন্যায় করি তা-ও লিখুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) সাংবাদিক সমাজকে দ্বিধাহীন চিত্তে সত্য প্রকাশের আহ্বান জানিয়ে বলেছেন, সব সত্য তুলে ধরুন। আমি যদি কোনো অন্যায় করি তা-ও আপনারা লিখুন। তাতে ভুলত্রুটি শুধরে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে আমাদের সুবিধা হবে। শামীম ওসমান গতকাল বিকালে বক্তাবলী পরগনার ১৩৯ শহীদ স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী, যুবলীগ নেতা আলমগীর সরকার, আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন, রাসেল হোসেন, নুরুজ্জামান সরকার, জেলা পরিষদ সদস্য মোস্তফা চৌধুরী প্রমুখ। শামীম ওসমান বলেন, তিনি সরকারি দল করেন। তাই ইচ্ছা করলেই সব বলতে পারেন না। কিন্তু একজন সাংবাদিক সব সত্য তুলে ধরতে পারেন। সাংবাদিকদের তিনি বলেন, সত্য প্রকাশ করলে টাকা হয়তো পাবেন না। কিন্তু মানুষের দোয়া, সালাম ও ভালোবাসা পাবেন। দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, দেশের জন্য যা ভালো তা এই প্রজন্মকে চেয়ে নিতে হবে। তিনি বলেন, না কাঁদলে মা-ও সাড়া দেন না। না কাঁদলে আপনাদেরও কেউ খাইয়ে দেবে না। তিনি বলেন, ম্যানকে ম্যানপাওয়ার হয়ে উঠতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর