রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিন না হলে শান্তিপূর্ণ আন্দোলন

-ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

জামিন না হলে খালেদা জিয়ার মুক্তির জন্য ‘শান্তিপূর্ণ’ আন্দোলন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা বলতে চাই, আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। আন্দোলন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য; স্বৈরাচারের পতন ঘটানো, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। এখানে নৈরাজ্য সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সুস্পষ্ট ইস্যু নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ড্যাবের ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন বিষয়ে শুনানির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ৫ তারিখ জামিন না পেলে বোঝা যাবে যে আইনের মাধ্যমে তার জামিন হবে না। সে ক্ষেত্রে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।’

পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য ‘ক্ষমতাসীন দলের সিন্ডিকেট’ দায়ী এবং এর সঙ্গে সরকার জড়িত বলে অভিযোগও করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সর্বশেষ খবর