রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাগরিক সেবাই প্রার্থীদের প্রতিশ্রুতি

মোস্তফা কাজল

নাগরিক সেবাই প্রার্থীদের প্রতিশ্রুতি

নিরাপদ জীবন, উন্নত নাগরিক সেবা ও সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি সম্ভাব্য প্রার্থীদের। এমন আশার বাণী দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র ৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করছেন ওয়ার্ড কাউন্সিলর পদের মনোনয়ন প্রত্যাশীরা। তারা সড়কবাতি, সিসি ক্যামেরা স্থাপন, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মাদক নির্মূল, বিনোদনকেন্দ্র স্থাপন, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আবাসন এবং প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চান। ডিএনসিসির ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর আবদুর রউফ নান্নু ও পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা। বিএনপি থেকে ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমে¥দ মল্লিক। আরও আছেন শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু  বেপারী। বাউনিয়া বাঁধ, পলাশনগর, আদর্শনগর, ডুইপ প্লট, সাংবাদিক আবাসিক এলাকা, লালমাটিয়া, ১১/এ,  বি, ডি ব্লক, এডিসি ক্যাম্প, কাশমেরি ক্যাম্প, মিল্লাত ক্যাম্প, ঝলা ক্যাম্প, রহমত ক্যাম্প, ওয়াপদা বিল্ডিং নিয়ে ৫নং ওয়ার্ড গঠিত। ঢাকা ১৬ আসনের অধিভুক্ত এ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় দেড় লাখ ও ভোটার ৬২ হাজার। ওয়ার্ডের পলাশনগর আবাসিক এলাকায় যততত্র গড়ে উঠেছে ছোট থেকে মাঝারি কলকারখানা। এসব কলকারখানার ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে এলাকার ঝিল ও জলাধারে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। প্রতিনিয়ত বালু ভরাট করে  সেখানকার ফসলি জমি নষ্ট করা হচ্ছে। এ এলাকার  বেশির ভাগ সড়ক চলাচলের অনুপযোগী। মিরপুর ১১ নম্বর ব্র্যাক ব্যাংক থেকে লালমাটিয়া এলাকা পর্যন্ত মূল সড়কটি সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে। বাউনিয়া বাঁধ এলাকার ১০০ ফুটের সড়কটি বর্তমানে অবৈধ স্ট্যান্ডের দখলে আছে। সাংবাদিক আবাসিক এলাকার পশ্চিম পাশের সড়কের সংস্কার কাজ শুরু হলেও নানা কারণে কচ্ছপ গতিতে চলছে। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় আদর্শনগর, লালমাটিয়া, পলাশ নগরসহ ১১ নম্বর ডুইপ এলাকা। বিনোদন কেন্দ্র ও সরকারি জমি দখল করে গড়ে উঠেছে এ এলাকার দুটি মার্কেট। এ ওয়ার্ডে নেই কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, হাসপাতাল, পার্ক, পাবলিক টয়লেট ও বিনোদনকেন্দ্র। যত্রতত্র বিক্রি হচ্ছে মাদক। প্রশাসনকে ম্যানেজ করে চলছে প্রায় হাজার খানেক ব্যাটারিচালিত রিকশা। পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, বিরোধী দল থাকা অবস্থায় কয়েকবার কারাবরণ করতে হয়েছে। এবার আশা করছি, আমি মনোনয়ন পাব। মনোনয়ন পেলে জয়ী হব। কাউন্সিলর নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডে একটি কবরস্থান, কমিউনিটি সেন্টার, হাসপাতাল ও বিনোদন পার্ক নির্মাণ করব। এ ওয়ার্ডকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে ভূমিকা পালন করব। বিএনপি’র মননোয়ন প্রত্যাশী পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমে¥দ মল্লিক বলেন, মামলা-হামলা, জেল জুলুম ও অত্যাচার সহ্য করে দলের জন্য কাজ করছি। দলের দুঃসময়ে কখনই পিছপা হইনি। আশা করি, হাই কমান্ড আমাকে মনোনয়ন দেবে। ছাত্রদলের রাজনীতি  থেকে শুরু করে এখন পর্যন্ত এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কাউন্সিলর নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে যেসব সমস্যা রয়েছে তার সমাধান করব। মাদক নির্মূল, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, বিনোদনকেন্দ্র উদ্ধার, পরিকল্পিত নগরায়ন, সিসিটিভি স্থাপন ও গ্রিন জোন হিসেবে পুরো ওয়ার্ডকে ঢেলে সাজাব। রাজনীতি করার পাশাপাশি সামাজিকভাবেও চেষ্টা করেছি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করার। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু বেপারী বলেন, এ ওয়ার্ডের আনাচে-কানাচে অনেক সমস্যা বিদ্যমান। যদি কাউন্সিলর নির্বাচিত হই তাহলে এ ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তর করব।

সর্বশেষ খবর