সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী জেলা আওয়ামী লীগ সম্মেলন অনিশ্চিত

এখনো হয়নি কাউন্সিলর তালিকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা আওয়ামী লীগ সম্মেলন অনিশ্চিত

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ছিল ৪ ডিসেম্বর। পরে পিছিয়ে ৮ ডিসেম্বর করা হয়। এরপর আবার পিছিয়ে গেছে ১২ ডিসেম্বর। এ ছাড়া সম্মেলনের দিন ঘনিয়ে আসলেও এখনো চূড়ান্ত হয়নি কাউন্সিলরদের নামের তালিকা। এ নিয়ে চরম ক্ষোভ আছে দলের তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে। বার বার সময় পেছানোয় অনিশ্চয়তায় পড়েছে সম্মেলন। জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, গত ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয় ৪ ডিসেম্বর। তবে একই দিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা থাকায় ওইদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজশাহীতে উপস্থিত থাকতে পারবেন না। ফলে পরবর্তী দিন নির্ধারণ করা হয় ৮ ডিসেম্বর। তবে ৮ ডিসেম্বর, আগে থেকেই বরিশাল আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকার কথা আছে ওবায়দুল কাদেরের। এ কারণে ওইদিন রাজশাহীতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। ফলে পরবর্তীতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন আবারও পিছিয়ে ১২ ডিসেম্বর করা হয়েছে। সূত্র মতে, এই সম্মেলন ঘিরে দলের নেতাদের মধ্যে চলছে টানাপড়েন। জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি থেকে কাউন্সিলররা সম্মেলনে অংশ নেওয়ার কথা আছে। তবে জেলা কমিটির ৭১ সদস্যের মধ্যে প্রয়াত সাতজন ছাড়া অংশ  নেবেন ৬১ জন। আর নয়টি উপজেলার ২৫ লাখ জনসাধারণের মধ্যে ১০ হাজারে একজন করে সবমিলিয়ে অংশ নেবেন আরও প্রায় ২৭০ জন। এনিয়ে মোট ৩২৫ জনের মতো কাউন্সিলর অংশ নেবেন এই সম্মেলনে। কিন্তু এখনো এই সম্মেলনে ঠিক কারা এবং কতজন কাউন্সিলর অংশ নেবেন তা নির্ধারণ করতে পারেনি জেলা আওয়ামী লীগ। সূত্র মতে, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি কাজী আবদুল ওয়াদুদ দারাসহ আরও কয়েকজন এমপি চাচ্ছেন তাদের মনোনীত কাউন্সিলরদের পাঠাতে সম্মেলনে। আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা চাচ্ছেন তাদের মনোনীতরা অংশ নেবেন এই সম্মেলনে। এনিয়েই মূলত শুরু হয়েছে টানাপড়েন। দলীয় সূত্রগুলো বলছে, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা থেকে কাউন্সিলর কারা অংশ নেবেন তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেরাজ উদ্দিন মোল্লা বলেন, ‘সম্মেলনে কাউন্সিলর কারা হবেন, সেটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে আজকের (২ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভাতে বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর