সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সম্মেলন

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটির মধ্যে কেবল উত্তর জেলার সম্মেলন হচ্ছে। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। উত্তরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন সে আলোচনা তৃণমূল নেতা-কর্মীদের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের পক্ষে চলছে ব্যাপক প্রচারণা। সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে নাকি সমঝোতায়    নতুন নেতৃত্ব আসবে তা নিয়েও আলোচনার কমতি নেই। তবে বড় দুটি পদসহ কয়েকটি পদে নতুন মুখ আসতে পারে বলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আগামী ৭ ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলন নিয়ে নানা প্রস্তুতিও চলছে। করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন এবিএম ফজলে করিম চৌধুরী। আর দীর্ঘদিন ধরেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতা, ত্যাগ ও সততার মানদে ই নেতা নির্বাচন করতে পারেন বলে নেতা-কর্মীদের অভিমত। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি টানা চারবারের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক এম এ সালাম ছাড়াও আলোচনায় আছেন এ টি এম পেয়ারুল ইসলাম, শেখ আতাউর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ। যোগ্য, ত্যাগী এবং পরীক্ষিত নেতারা দায়িত্ব পেলেই সংগঠন শক্তিশালী হবে বলে জানান তৃণমূল নেতা-কর্মীরা।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, গুরুত্বপূর্ণ পদে নেতা নির্বাচনের বিষয়ে দলের সভানেত্রী এবং কাউন্সিলররা যা চাইবেন তাই হবে। তিনি বলেন, উত্তরে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ ছিল না, এখনো নেই। তাছাড়া উত্তর জেলায় সাংগঠনিক শক্তিশালী হওয়ায় ২০০১ সালে নির্বাচনে দলের যখন ভরাডুবি হয়েছিল, তখন ১৫টি আসনের মধ্যে যেই দুটি পেয়েছিল, সেই দুটোই উত্তর জেলার আওতাধীন।

২০১৩ সালে দলের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। গত ২৭ জানুয়ারি তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন এবিএম ফজলে করিম চৌধুরী। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটির ইতিমধ্যে কয়েকজন মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন কারণে একাধিক পদ শূন্যও রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর