সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আবার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি

২১ শতাংশ বৃদ্ধি নিয়ে শুনানি

নিজস্ব প্রতিবেদক

পাইকারি বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য খুচরা গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি বিদ্যুৎ বিতরণ চার্জ ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৮৫ পয়সা হারে বিতরণ চার্জ আদায় করছে পিডিবি। আর বিদ্যুতের দাম ২১ শতাংশ বা ২০ শতাংশ বৃদ্ধি করা হলে তা এক টাকা পাঁচ পয়সা হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম নিয়ে অনুষ্ঠিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এমন প্রস্তাব তুলে ধরেন বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য রহমান মুর্শেদ, সদস্য মিজানুর রহমান, সদস্য মাহমুদউল হক ভূঁইয়া এই গণশুনানি করেন। গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।

প্রস্তাবনায় বলা হয় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ও সঞ্চালন চার্জ বাড়লে তা ‘পাস থ্রো’ পদ্ধতিতে সমন্বয় করতে হবে। পাশাপাশি বিদ্যুতের ডিমান্ড চার্জও বাড়াতে হবে। প্রস্তাবনায় বলা হয় ট্যারিফ সমন্বয়ের ক্ষেত্রে ইউনিট মূল্য বৃদ্ধি না করে ডিমান্ড চার্জ বৃদ্ধি করা যেতে পারে। এ ছাড়া বকেয়া বিলের ওপর এককালীন পাঁচ শতাংশ হারে বিলম্ব  পরিশোধ মাশুল আরোপ করার প্রস্তাবও দেওয়া হয়। শুনানিতে শহরের প্রান্তিক মানুষের জন্য বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বস্তিতে আলাদা মিটার দেওয়া সম্ভব কিনা তা জানতে চান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। পিডিবি কর্তৃপক্ষ জানান, বস্তিতে আলাদা লাইন দেওয়া সম্ভব। ঢাকার বিহারি ক্যাম্প ও চট্টগ্রামের সুইপার কলোনিতে এভাবে বিদ্যুতের মিটার দেওয়া হয়েছে। শুনানিতে পিডিবির পক্ষ থেকে দাম প্রস্তাব উপস্থাপন করেন সংস্থার জেনারেল ম্যানেজার কাউসার আমীর আলী। আর মূল্যায়ন কমিটির পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন কমিশনের উপপরিচালক (ট্যারিফ) মো. কামরুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর