সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজয় দিবসে প্রকাশ হচ্ছে রাজাকারের তালিকা

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, আগামী বিজয় দিবসেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশব্যাপী রাজাকার, আলবদর ও আল শামসদের তালিকা প্রণয়নের কাজ অব্যাহত রয়েছে। এর মধ্যে যেসব জেলার রাজাকারদের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এসেছে সেগুলোই বিজয় দিবসে প্রকাশ করা হবে। এ ছাড়া ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাড়ি বানিয়ে দেওয়ার জন্য প্রকল্প নেওয়া হয়েছে।  এজন্য প্রতিটি বাড়ি নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। মুজিববর্ষের উপহার হিসেবে এই প্রকল্পের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এবং এ বি তাজুল ইসলাম  বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর