সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানী থেকে এবিটির ৪ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সকালে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলো মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮) ও আবদুুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)। র‌্যাব জানায়, এরা সবাই সাতক্ষীরা অঞ্চলের শীর্ষস্থানীয় জঙ্গি সদস্য ইকরামুল ইসলাম ওরফে মুত্তাকিন ওরফে আমীর হামজা ওরফে সালাউদ্দিন আইয়ুবীর অনুসারী। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবিটির ৪ সদস্য নিজেদের সংগঠনটির সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। এদের মধ্যে মাসুম মিয়া ওরফে মাসুম অনলাইনে বিভিন্ন জঙ্গিবাদী আইডি থেকে জঙ্গি সংক্রান্ত পোস্ট ডাউনলোড করার দায়িত্ব পালন করছিল। আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান বিভিন্ন অ্যাপস যেমন- টেলিগ্রাম, টর,  মেসেঞ্জার ও ইমো ব্যবহার করে অনলাইনেই বিভিন্ন রকম জঙ্গিবাদী কার্যক্রম পরিচালন করছিল। আর রাকিবুল হাসান ওরফে সিয়াম ওরফে সিয়াম সরকার বিভিন্ন জঙ্গি সংগঠনের ভিডিও এবং বইপত্র মোবাইল অ্যাপসের মাধ্যমে সংগ্রহ করছিল। সংগঠন পরিচালনা ও ব্যয় নির্বাহের দায়িত্বও পালন করছিল সে। আবদুল্লাহ আল রোমান ওরফে রোমান খান অনলাইনে ছদ্মনাম ব্যবহার করে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর