মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বিপর্যয় কাটছে না জাপার

ফের নগর আহ্‌বায়ক কমিটি বিলুপ্ত

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় বিপর্যয় কাটছে না জাপার

ক্ষোভ-অভিমানে তৃণমূলের নিষ্ক্রিয়তায় সাংগঠনিক বিপর্যয় কাটছে না খুলনা জাতীয় পার্টিতে। দীর্ঘ দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় এরই মধ্যে নগর জাপার আহ্‌বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে ২০১৮ সালে নগর কমিটি ভেঙে আহ্‌বায়ক কমিটি করা হয়। পরে সিটি করপোরেশন নির্বাচনে জাপার ভরাডুবির পর পূর্বের ওই কমিটি বাতিল করে আবারও নতুন আহ্‌বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। তৃণমূল নেতারা বলছেন, অভ্যন্তরীণ বিভেদ ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করা বিপর্যয়ের মূল কারণ। এছাড়া কেন্দ্রে দলের শীর্ষ নেতৃত্বে অস্থিরতার কারণে মাঠ পর্যায়ে হতাশা তৈরি হয়েছে। জানা যায়, খুলনায় সিটি নির্বাচনে তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে মুশফিকুর রহমানকে জাপা মেয়র প্রার্থী করা হলে প্রতিবাদে দলের নেতা-কর্মীরা গণপদত্যাগ করেন। এরপর থেকে মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়াতে পারেনি সংগঠনটি। নগর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, সিটি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে দ্বদ্বে সাংগঠনিক কর্মকাে  ধস নামে। এরপর একাধিকবার আহ্‌বায়ক কমিটি করা হলেও কর্মী সম্পৃক্ততা না থাকায় তৃণমূলে দলকে চাঙ্গা করা যায়নি।

এদিকে সংগঠনকে গতিশীল করতে গত ২৮ নভেম্বর নগর জাপা’র সাবেক সভাপতি আ. গফ্ফার বিশ্বাসকে আহ্‌বায়ক এবং শওকত হোসেন বাবুলকে সদস্যসচিব করে নতুন আরেকটি আহ্‌বায়ক কমিটি করা হয়েছে। এতে আশার সঞ্চার হয়েছে নেতা-কর্মীদের মধ্যে। কমিটির আহবায়ক আ. গফ্ফার বিশ্বাস বলেন, অভ্যন্তরীন সংকট কাটিয়ে খুলনায় দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলের গ্রহণযোগ্যতা তৈরি করতে কাজ করবে জাপা। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ড, থানা ও নগর পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরই মধ্যে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর