মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এবার ধর্মঘটে পাটকল শ্রমিকরা

প্রতিদিন ডেস্ক

মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন পাটকল শ্রমিকরা। এ ছাড়া ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচিরও সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে কর্মসূচি অনুযায়ী তারা গতকাল বিক্ষোভ মিছিল করেছেন। পাটকল শ্রমিক নেতারা জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে। আগামীকাল বিকাল ৪টায় স্ব স্ব মিলগেটে সভা করা হবে, ৮ ডিসেম্বর সব মিলে একযোগে গেট সভা ও আমরণ অনশনের শপথ গ্রহণ করা হবে, ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে পরিবার-পরিজন নিয়ে স্ব স্ব মিলগেটে আমরণ অনশন শুরু হবে। খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ১১ দফা দাবিতে গতকাল খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। নগরীর খালিশপুর বিআইডিসি রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর ও ক্রিসেন্ট মিল এলাকায় মিছিল করেন শ্রমিকরা। নেতারা জানান, একই দাবিতে আজ সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করবেন শ্রমিকরা। এ সময় মিলগুলোতে উৎপাদন বন্ধ থাকবে। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হবে। শ্রমিক নেতারা আরও জানান, তাদের ন্যায্য দাবি আদায়ে ধারাবাহিক এসব কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি না মানলে আগামী ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর সকাল থেকে মিল গেটে আমরণ অনশন পালন করা হবে। মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন পাটকল শ্রমিক নেতা শাহানা সারমিন, হুমায়ুন কবির খান, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, ইব্রাহীম শেখ। নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে গতকাল মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

সকাল ১১টা থেকে ইউএমসি জুট মিলের ভিতরে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে শত শত শ্রমিক অংশ নেন। এ সময় শ্রমিকরা মিলের সব ধরনের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এ সময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন-সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর