মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হালদা নদীতে মা মাছ রক্ষায় ‘নৌকা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ রক্ষায় ইউনিয়নভিত্তিক নৌকা নামানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে হালদা নদীর হাটহাজারী উপজেলা অংশের দুটি ইউনিয়নের জন্য নৌকা তৈরি করা হয়েছে। প্রথম নৌকাটি নামবে মেখল ইউনিয়নে এবং দ্বিতীয়টি নামবে উত্তর মাদার্শা ইউনিয়ন এলাকায়। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা, মা মাছ শিকার রোধে নজরদারি বৃদ্ধি এবং দূষণ ঠেকাতে হাটহাজারি উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘হালদা নদীর রুই জাতীয় মা-মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল, ইঞ্জিনচালিত নৌকা ও বালু উত্তোলনের সময় ব্যবহৃত গাড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ খবর