মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পেট্রল পাম্প ধর্মঘট স্থগিত ১৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে আলোচনায় বেশ কিছু দাবি পূরণের আশ্বাসে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছে পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা। ধর্মঘটের কারণে রবিবার সকাল থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ২৬ জেলায় জ্বালানি তেল বিক্রি বন্ধ ছিল। এতে এসব জেলায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও গাড়ি চালকরা। এরপর গতকাল রাজধানীর কারওয়ানবাজারে বিপিসির লিয়াজোঁ কার্যালয়ে সমঝোতা বৈঠকে দুপুর থেকেই ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক  সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমরা জনগণের ভোগান্তি চাই না। আগামী ১৫ ডিসেম্বর জ্বালানি প্রতিমন্ত্রীর আহ্‌বানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। সে পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত রাখছি। বিপিসির পরিচালক (বিপণন) সৈয়দ মেহেদী হাসান বলেন, খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। পেট্রল পাম্প মালিক-শ্রমিকদের যেসব দাবি তার মধ্যে বিপিসি সংশ্লিষ্ট বিষয় আছে দুই-তিনটি। বাকিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে। আবার জ্বালানি তেল বিক্রিতে পাম্প মালিকদের কমপক্ষে সাড়ে ৭ শতাংশ কমিশন দেওয়ার যে দাবি ছিল সে বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে মেহেদী হাসান বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন। এতে তিনটি বিভাগের সব জেলায় রবিবার সকাল থেকে পেট্রল পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়। পাশাপাশি পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর শ্রমিকরা তেল উত্তোলন, বিপণন ও সরবরাহ বন্ধ রাখেন।

সর্বশেষ খবর