মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
গৃহবধূর আত্মহত্যা

প্ররোচনায় শ্বশুর শাশুড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্ররোচনায় শ্বশুর শাশুড়ি গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে দিরা মণি আক্তার ওরফে মিতা নূর রহমান (১৯) নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা মামলায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন এ বি এম কাফি ও মোসা. সুরাইয়া বেগম। গতকাল সকালে ধানমন্ডির ৮ নম্বর রোডের ৭৫ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহিল কাফী বলেন, ‘মিতা নূরের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের অগ্রগতির পর তার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করা হয়।’ এর আগে রবিবার রাতে ওই বাসা থেকে মিতা নূরের লাশ উদ্ধার করা হয়। তার স্বামী আদনান আবদুুল্লাহ তামিম স্ত্রীর মৃত্যুর পেছনে তার বাবা-মার প্ররোচনার অভিযোগ আনেন। পরে মিতা নূরের বাবা বাদী হয়ে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। মৃতের ফুফাতো ভাই মো. শরিফ জানান, মিতার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। তার বাবার নাম আবদুল মতিন। মিতা-আদনান দম্পতির সাড়ে তিন মাসের একটি ছেলে রয়েছে। আদনান বেকার। এজন্য বাবা-মায়ের কাছে তার কোনো কথাই গ্রহণযোগ্য হতো না।

এ সুযোগে আদনানের মা-বাবা প্রায়ই মিতাকে নির্যাতন করতেন। মিতা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়ও তাকে মারধর করা হয়েছে। আদনান অনেক সময়ই বাধা দিতেন। তিনি বাসার বাইরে থাকলে নির্যাতন আরও বেশি করা হতো।

সর্বশেষ খবর