মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। মূলত প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর বাংলাদেশে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুর হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। সরকারি ও বেসরকারিভাবেও আজ দিবসটি পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়াও দিবসটি উপলক্ষে আজ প্রগতি সরণির ডিফারেন্ট ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি এবং ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে।

সর্বশেষ খবর