বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধর্মঘটে পাটকল শ্রমিকরা

১১ দফা দাবি উৎপাদন বন্ধ

প্রতিদিন ডেস্ক

ধর্মঘটে পাটকল শ্রমিকরা

বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিলসহ ১১ দফা দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে পাটকল শ্রমিক-কর্মচারীরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে ধর্মঘট চলাকালে মিছিল, মিল গেটে সমাবেশ হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যÑ খুলনা : খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা গতকাল ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেন। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, খুলনা অঞ্চলের নয়টি পাটকলের প্রায় ৩০ হাজার শ্রমিকের নয় থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এ ছাড়া সহ¯্রাধিক কর্মকর্তা-কর্মচারীর দুই থেকে চার মাসের বেতন বকেয়া। বারবার আশ্বাস দেওয়া হলেও শ্রমিকদের মজুরি কমিশন কার্যকর হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

রাজশাহী : সকাল থেকে পাটকলের উৎপাদন বন্ধ রেখে অলস সময় কাটান শ্রমিকরা। তবে বিকাল ৪টায় তারা মিল গেটে সমাবেশ করেন। নরসিংদী : নরসিংদীতে সকালেই শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জমায়েত হতে শুরু করেন। পরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর