বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে ১৭ দিনে চার খুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ১৭ দিনে চার খুন, আতঙ্ক

রাজশাহীতে গত ১৭ দিনে চারটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। নভেম্বরের শেষ ১৭ দিনে এই চার হত্যাকান্ড সংঘটিত হয়। এর মধ্যে নগরীতে তিনটি এবং গোদাগাড়ীতে একটি হত্যকান্ড ঘটে। নিহতদের মধ্যে দুজন কলেজ ছাত্র, একজন যুবলীগ কর্মী ও অপর ব্যবসায়ী। হত্যাকান্ডের মামলাগুলোতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকান্ডের মামলাগুলো গুরুত্বসহ দেখা হচ্ছে। নগরীর তিনটি হত্যাকান্ডের ঘটনায় দুই মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুধু আলোচিত রাসেল হত্যাকান্ডের আসামিরা পলাতক আছে। গত ১৩ নভেম্বর দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে হত্যা করা হয় যুবলীগ কর্মী সানোয়ার হোসেন রাসেলকে (৩০)। এ ঘটনায় তার ভাই রাজাও আহত হন। একইদিন মহানগরীর পবা নতুনপাড়া এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল ফাহিম (১৮) নামের কলেজ ছাত্রের মৃত্যু হয়। ২১ নভেম্বর বিকালে গোদাগাড়ীর কদম শহরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে শান্ত ইসলাম (২০) নামের কলেজ ছাত্র নিহত হন। আর আহত হন তার ভাই স্বপন ইসলাম। ৩০ নভেম্বর নগরীর মালদা কলোনিতে রাজন শেখ (২৮) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার মূলহোতা সোহেল ও আবদুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর