বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
রাবিতে যান্ত্রিক ত্রুটি

চান্স পেয়েও ভর্তি হওয়া গেল না

রাবি প্রতিনিধি

যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিষয় নির্বাচন করতে না পারায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদে ভর্তি হতে পারেননি বেশ কয়েকজন শিক্ষার্থী। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একজন শেখ মারজান বিনতে আলম বলেন, ‘আমি এ ইউনিটে চারুকলায় পরীক্ষা দিয়েছিলাম। লিখিত পরীক্ষায় পাস করার পর আমি ব্যবহারিক পরীক্ষা দেই। পরীক্ষার ফলাফলে আমি মেরিট তালিকায় ৮৯ নম্বরে ও অপেক্ষমাণ তালিকায় ১৯ নম্বরে থাকি।

ফলাফল প্রকাশের পর গত ২৩ নভেম্বর পর্যন্ত বিষয় নির্বাচনের জন্য সময় দেওয়া হয়। ভর্তির জন্য বিষয় নির্বাচন দিতে গেলে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে আমার বিষয় নির্বাচন করা সম্ভব হচ্ছিল না। বারবার চেষ্টার পরও ওয়েবসাইটে আমাকে বিষয় নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছিল না। বারবার চেষ্টা করেও আমি চয়েস দিতে পারিনি। পরে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ হলে দেখি আমার নাম আসে নাই।’

এ ইউনিটের কো-অর্ডিনেটর ও আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক এম এহসান কবির এ বিষয়ে বলেন, ‘যারা তখনই অনলাইনে ভর্তির ফরম ফিলাপ করতে পারেননি তাদের এখন আর কোনো সুযোগ নাই এবং এটা তাদের ফল্ট। তারপরেও আমরা দরখাস্ত নিয়েছি। শেষের দিকে ভাইস চ্যান্সেলর যদি অনুমোদন দেন, ভর্তি কমিটিতে যদি তা ইনফর্ম করা হয়, তাহলে বিষয়টি আমরা ভেবে দেখব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর