বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিজ গ্রামেই দাফন ভাষা সৈনিক রওশন আরার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার উছলাপাড়া গ্রামেই গতকাল ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুকে দাফন করা হয়েছে। এর আগে সকাল ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভাষা রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। মঙ্গলবার ভোর রাতে ঢাকার এ্যাপোলো হসপিটালসে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। তিনি পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন।

সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর