বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের কাছে সিলেটের মুক্তিযোদ্ধাদের চার দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আসন্ন জাতীয় সম্মেলন ও চলমান তৃণমূলের বিভিন্ন জেলা-উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে চারটি দাবি তুলে ধরেছেন সিলেটের মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে আওয়ামী লীগের কাছে তারা এই চারটি দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। গতকাল সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোনো ইউনিটে যুদ্ধাপরাধী, আলবদর, রাজাকার পরিবারের কোনো সদস্যকে স্থান না দেওয়া; ভিন্ন মতাদর্শের দল থেকে অনুপ্রবেশ ঠেকানো; স্বাধীনতাবিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করা এবং অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া।

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, সিলেটের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যদের পুনর্বাসন করা হয়েছে। যা খুবই দুঃখজনক। এভাবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা নেতৃত্বে এলে একসময় আওয়ামী লীগ তার আদর্শচ্যুত হবে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন- সুবেদার মেজর রফিক উদ্দিন আহমদ, কুটি মিয়া, সাখাওয়াত আলী, মো. সিদ্দেক আলী, জালাল উদ্দিন, ওয়াসিদ আলী, আবু সাইদ, আফতাব আলী, মো. সোনা মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর