শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জেলার নেতৃত্বে আসছেন কারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জেলার নেতৃত্বে আসছেন কারা

সময় আর মাত্র দুই দিন। পাঁচ বছর পর রবিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কাউন্সিলর তালিকা চূড়ান্ত, মঞ্চ প্রস্তুত। অপেক্ষা কেবল নির্ধারিত দিনটির। তবে তার আগেই আলোচনায় আগামী তিন বছরের জন্য কারা আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে। সাধারণ সম্পাদক পদে আসতে পারে পরিবর্তন এমন আভাস দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। আবার কেউ কেউ বলছেন, সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধ মিটিয়ে এই দুই নেতাকেই রেখে দেওয়া হতে পারে।

বিরোধ মিটিয়ে আবারও এই দুই নেতাকে রেখে দেওয়া হবে কি না-সেটি জানা যাবে ৮ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত সভাপতি পদপ্রত্যাশী বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হঠাৎ সভাপতি পদে আলোচিত হচ্ছে রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের নাম। জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, সম্মেলনের সবপ্রস্তুতি শেষ। কেন্দ্র চাইলে আবারও তিনি সভাপতির দায়িত্ব নেবেন। তিনি বলেন, ‘আমি আজ যেখানে আছি, তার পেছনে দলীয় প্রধান শেখ হাসিনার অবদান। তিনি চাইলে দায়িত্ব নেবেন। তিনি না চাইলে নেবেন না।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দলীয় প্রধানের সিদ্ধান্তই আমার জন্য চূড়ান্ত। তিনি যে পদে চাইবেন, সেখানেই কাজ করব।’ এনামুল হক এমপি বলেন, ‘দলের প্রধান যদি আমার ওপর আস্থা রাখেন, তবে আমি দায়িত্ব নিতে পারি।’ এবার সাধারণ সম্পাদক পদের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। সাধারণ সম্পাদকের দৌড়ে আছেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু। আদিবা আনজুম মিতা বলেন, ‘ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে আছি। দল চাইলে জেলার রাজনীতিতে জড়িয়ে দলকে সংগঠিত করতে কাজ করব।’ রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখন দল চাইলে মূল দলের জেলার দায়িত্ব নিতে চাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর