শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দ্বিধাবিভক্তি অসন্তোষ খুলনা বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দ্বিধাবিভক্তি অসন্তোষ খুলনা বিএনপিতে

খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে জেলার একাংশ ও অঙ্গসংগঠনের সভায় বর্তমান জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। তবে দলের সভাপতি ও সম্পাদকের অনুপস্থিতিতে ওই সভাকে ‘গঠনতন্ত্র বিরোধী’ বলে মন্তব্য করেছেন শীর্ষ নেতারা। জানা যায়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি শফিকুল আলম মনাকে সভাপতি ও আমীর এজাজ খানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে বিরোধিতা করে ওই সময় বিএনপির একটি পক্ষ ভাঙচুর, দলীয় কার্যালয়ে তালা ও কুশপুত্তলিকা দাহ করে। পরে ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও অঙ্গসংগঠনসহ বিভিন্ন কমিটি নিয়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। সর্বশেষ গত ২ ডিসেম্বর জেলা বিএনপির একাংশ ও অঙ্গসংগঠনের যৌথসভায় বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণার দাবি জানানো হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী বলেন, ২০১৮ সালে খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করা হলে আন্দোলনে রাজপথে না নেমে জেলার শীর্ষ দুই নেতা অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি থাকেন। আবার সুচিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা বলে মোবাইল ফোন বন্ধ রেখে বাসায় অবকাশ যাপন করেছেন। তিনি বলেন, জেলা বিএনপি পদ-পদবি বিক্রির লিমিটেড ফার্মে পরিণত হয়েছে। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বর্তমানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পকেট কমিটি করা হচ্ছে। এদিকে জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, এটা দলের দুঃসময়ে দলকে বিভক্ত করার ষড়যন্ত্র। এর পেছনে সরকারি দলের মদদ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর