শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
চুয়েটের সমাবর্তনে রাষ্ট্রপতি

ছাত্র ও শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্র ও শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি

রাষ্ট্রপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)

চ্যান্সেলর মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের

জন্য ছাত্র-শিক্ষকের মধ্যে বন্ধুত্ব এবং হৃদ্যতামূলক সম্পর্ক বজায় থাকা জরুরি। শিক্ষকদের হতে হবে স্নেহশীল ও অভিভাবকতুল্য।

গতকাল দুপুরে চুয়েটের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।        এবারের সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি শিরিন আকতার প্রমুখ।

 সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ২৩১ জনকে ডিগ্রি ও সর্বোচ্চ সিজিপিএধারী চার শিক্ষার্থীকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেওয়া হয়। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বিশ্ববিদ্যালয় হলো জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যেখানে ছাত্রদের অন্তর্নিহিত মেধার সৃজনশীল বিকাশের সব আয়োজন নিশ্চিত করা হয়। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং দেশবিদেশের সর্বশেষ তথ্যসমৃদ্ধ শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল কর্মকাে  যাতে শিক্ষার্থীরা সম্পৃক্ত হতে পারে, সে দ্বার উন্মোচন করবে বিশ্ববিদ্যালয়গুলো। প্রকৌশল শিক্ষা যদিও হাতেকলমে, তবুও এখানেও সৃজনশীলতা চর্চার প্রচুর সুযোগ রয়েছে। প্রকৌশলীদের জ্ঞানের ভিত্তি সুদৃঢ় করতে যুগোপযোগী পাঠক্রম ও উন্নত পাঠদানের ব্যবস্থা থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর