শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের অর্থনৈতিক

প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না, বরং গরিব মানুষের সংখ্যা দিন

দিন বাড়ছে- তাই বাড়ছে সমাজে বৈষম্য। এটা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়। সমাজে বৈষম্য আছে বলেই সমাজে খুব বেশি গরিব আর বেশি ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোনো সুষ্ঠু সমাজের লক্ষণ নয়, আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা  বাড়তে থাক। আজকে যারা গরিব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারেন। জাতীয় পার্টি সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির  হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, এ টি ইউ তাজ রহমান,  রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, হাসিবুল ইসলাম জয় প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর