শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুনামগঞ্জে মধ্যরাতে অফিসার্স ক্লাবে জুয়া

চারজনের এক মাসের দন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্যরাতে জুয়া খেলার সময় এক তহশিলদারসহ প্রশাসনের হাতে আটক হওয়া চার জুয়াড়িকে এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা শহরের উকিলপাড়ার অফিসার্স ক্লাব থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, জুয়ার বোর্ডে থাকা ৪ হাজার টাকাসহ নগদ ৩০ হাজার ৭২ টাকা জব্দ করা হয়। আটকের পর ক্লাবে বেআইনিভাবে প্রবেশ ও জুয়া খেলার অপরাধে তাদের এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সুনামগঞ্জের অতিরিক্ত        জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামসহ দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ (৪৬), সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮), দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম (৪৮) ও ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪)। বুধবার রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন জানান, অফিসার্স ক্লাবে জুয়া খেলার অপরাধ আসামিরা স্বীকার করে নেওয়ায় জুয়া আইন-১৮৬৭ এর ৪ ধারায় তাদের এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মুহিত মিয়া জানান, রায় প্রদানের পর আসামিদের অফিসার্স ক্লাব থেকে থানাহাজতে নিয়ে আসার পর দুপুরে আদালতে তোলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর