শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হোলি আর্টিজান মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে

গুলশান হামলা

নিজস্ব প্রতিবেদক

হোলি আর্টিজান মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদন্ড দিয়ে দেওয়া রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন নথি) হাই কোর্টে এসেছে। গতকাল বিকালে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে ডেথ রেফারেন্স আসার কথা নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

গত ২৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। আলোচিত এই মামলায় অভিযুক্ত আট আসামির মধ্যে সাতজনকে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯- এর ৬(২) (অ) ধারায় মৃত্যুদন্ড দেয় আদালত।

রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ডও দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর