শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির ভাষা নিয়ে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে বিবাহিত নারীদের স্বামীর স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহারে নির্দেশনা থাকায় তা নিয়ে উঠেছে সমালোচনা। খবর বিডি নিউজের। গত ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির ১৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে, বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। এই বিজ্ঞপ্তি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু এক প্রতিক্রিয়ায় বলেন, এটি যেমন বাস্তবসম্মত নয়, তেমনি প্রাসঙ্গিক নয়। এটা প্রাসঙ্গিক নয়, কারণ যারা চাকরি দেবেন, তারা দেখবেন যে প্রার্থী যোগ্য কি না? তিনি বিবাহিত, না অবিবাহিত সেটি দেখার বিষয় নয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের সরকারি সার্কুলার মেনে চলতে হয়। তবে জনগণের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়টি আমরা দেখব।’

সর্বশেষ খবর