শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গণতন্ত্র মুক্তি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এই দিনে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ ‘গণতন্ত্র মুক্তি দিবস’ এবং বিএনপি ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে দিনটি পালন করছে। অন্যদিকে সে সময়ের শাসকদল জাতীয় পার্টি পালন করছে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে। এরশাদবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা প্রতি বছর এ দিনটি স্মরণ করেন ‘স্বৈরাচারমুক্ত দিবস’ হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৬ ডিসেম্বর তাৎপর্যপূর্ণ দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারের পতন হয়। প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে তার সরকার দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ। দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। জাতীয় পার্টি আজ বেলা ১১টায় রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের অফিস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর